ই-পেপার

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, চালকের সহকারীর পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 7, 2023

ঝালকাঠির নলছিটিতে মিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রবিন নামে বাসের সুপারভাইজারের একটি পা বিচ্ছিন্ন হয়েছে। আজ রবিবার বিকেল চারটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী সুমি আক্তার জানান, মাওয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঝালকাঠি আসছিল মিজান পরিবহনের একটি বাস। ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের কাছে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির ভেতরে থাকা ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বাসের সুপারভাইজার রবিনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাকিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুর্ঘটনায় এখনো কারো মৃত্যু হয়নি। তবে গুরুতর অবস্থায় কয়েকজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়েছে।

Jhalakathi Road Accident

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, চালকের সহকারীর পা বিচ্ছিন্ন
ঝালকাঠির নলছিটিতে মিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রবিন নামে বাসের সুপারভাইজারের একটি পা বিচ্ছিন্ন হয়েছে।
আজ রবিবার বিকেল চারটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Posted by Surjalok on Sunday, 7 May 2023

  • ফেইসবুক শেয়ার করুন