ই-পেপার

ঝালকাঠিতে ১৫টি ওয়ারেন্ট ও ৩টি মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 6, 2023

ঝালকাঠিতে ৩টি মামলায় সাজাপ্রাপ্ত ও ১৫টি ওয়ারেন্টভুক্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল’র নির্দেশনায় ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার’র নেতৃত্বে সদর থানার এসআই অরেফিন ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। চেক জালিয়াতি, প্রতারণা ও অর্থ ঋণ আইনের ৩টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর পরোয়ানাসহ মোট ১৫টি পরোয়ানাভুক্ত আসামী সামান্তা আক্তার সুমী। সে সদর উপজেলার নৈকাঠি গ্রামের আব্দুল মান্নান খান’র কন্যা ও সাইদুর রহমানের স্ত্রী। তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন