নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 6, 2023
‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগনকে সামনে রেখে ঝালকাঠিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল এলাকার কৃষক আব্দুল হান্নান ও মিয়াদ হোসেনের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে পৌছে দেয় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে শ্রমিক সংকটে থাকা কৃষকের মুখে ফুটেছে হাসি।
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ এর নেতৃত্বে এই মানবিক কাজে অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগসহ সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা।
কৃষক মিয়াদ হোসেন জানান, ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। জেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার ক্ষেতের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছেন। তিনি এ কাজের জন্য প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মাসুদ মধু বলেন, প্রধানমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা এখন মানুষের ধান কেটে দিচ্ছে। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই কৃষকের পাশে দাড়াচ্ছি এবং ধান কেটে তার ঘড়ে তুলে দিচ্ছি। এর আগে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামীতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করবে ছাত্রলীগ।
ঝালকাঠি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। কোনো কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেইসব কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিবেন।
JHALAKATHI CHATRO LEAGUE DHAN KATA
ঝালকাঠিতে কৃষকের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগ
Posted by Surjalok on Saturday, 6 May 2023