নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 3, 2023
‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় ঝালকাঠিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার।
অনুষ্ঠানটির আয়োজন করে দৈনিক গাউছিয়া পরিবার। দৈনিক গাউছিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাংবাদিক দুলাল সাহা, আল-আমিন তালুকদার।
এ সময় বক্তারা দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। তারা বলেন, আওয়ামী লীগ সরকার মিডিয়াবান্ধব সরকার। সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন, দেশের বিভিন্ন প্রেস ক্লাবগুলোর আধুনিকায়নের জন্য আর্থিক অনুদান প্রদানসহ করোনা প্রাদুর্ভাবের সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুঃস্থ, অস্বচ্ছল, অসহায়, অসুস্থ ও করোনায় মৃত্যুবরণকারী সাংবাদিক ও তাদের পরিবারবর্গকে আর্থিক অনুদান ও অন্যান্য সাহায্য প্রদান করেছে আওয়ামী লীগ সরকার।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।