নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 1, 2023
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে মহান মে দিবস পালিত হয়েছে। আজ সোমবার মে দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবি মানুষের নেতা। শ্রমিক শ্রেণির প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালবাসা ছিল। তিনিই দেশ স্বাধীন হওয়ার পরে সরকারি ভাবে মে দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন। আজ তাই সরকারি ভাবে সারাদেশে মে দিবস পালন হচ্ছে।
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় আসে শ্রমিকদের কল্যাণে কাজ করে।
তিনি আরো বলেন, আমাদের দেশের এক শ্রেণির বামপন্থিরা পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলতেন। তারা বলতেন পুঁজিবাদ সৃষ্টি করা যাবে না। আমরা তখন তার প্রতিবাদ করতাম। আমরা বলতাম পুঁজিবাদের সৃষ্টি না হলে, কল-কারখানার সৃষ্টি না হলে, শ্রমিক শ্রেণির সৃষ্টি হয় না। আর শ্রমিক শ্রেণির সৃষ্টি না হলে, শ্রম বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম হয় না।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
MAY DAY – JHALAKATHI DRISTRICT ADMINISTRATION
ঝালকাঠিতে মহান মে দিবস পালিত….
Posted by Surjalok on Monday, 1 May 2023