ই-পেপার

বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানতে দেয়নি: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 30, 2023

মুক্তিযোদ্ধাদের তাদের গৌরবের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানতে দেয়নি। তারা বিকৃত এবং মিথ্যা ইতিহাস পরিবেশিত করেছে সরকারি প্রচার মাধ্যমে। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযোদ্ধাদেরই কাজ করতে হবে।

শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধী সমাজের সাথে ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধী সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।

  • ফেইসবুক শেয়ার করুন