নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 30, 2023
সারা দেশের ন্যায় ঝালকাঠিতে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে বিষয়ভিত্তিক তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। চলেছে দুপুর ১টা পর্যন্ত।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আজ সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও উপপরিচালক (স্থানীয় সরকার) জুয়েল রানা, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান খান।
করোনার পর এ বছর থেকেই পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারণে শ্রেণিকক্ষে পাঠদানে বিঘ্ন ঘটায় এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে।
আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে।
ঝালকাঠি জেলায় এ বছর এসএসসিতে ৮১৮১ জন, দাখিলে ৩২৩৫ জন এবং ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে ১০২২ জন সহ মোট ১২৪৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ঝালকাঠিতে এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু, জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
#SSC #SSC2023 #sscexam #sscexams2023 #SSCExamination #BangladeshPosted by Surjalok on Sunday, 30 April 2023