ই-পেপার

শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলার মানুষ না খেয়ে থাকে না: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 29, 2023

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষ প্রবন অঞ্চল, যে বাংলাদেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খেতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই এই বাংলার গ্রামের মানুষ এখন আর কেউ না খেয়ে থাকে না।

আমির হোসেন আমু আরো বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়েছেন, এদেশের মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা দিয়েছেন। তার কারণেই এদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। যার ফলে আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন