নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 29, 2023
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন, বিনা মূল্যে আইন সহায়তার দ্বার উম্মোচন” প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩। এ উপলক্ষে শুক্রবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সোহেল-জগন্নাথ স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এমএ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, জেলা লিগ্যাল এইড অফিসার মো: আমিরুল ইসলাম এবং পিপি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি আ: মান্নান রসুল।
সভায় জানানো হয় এ বছর জেলা আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে ৫৫০টি বিরোধের মধ্যে ৩০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। দিনদিন এ সংস্থার ওপর বিচার প্রার্থীদের আস্থা বেড়ে চলছে।
এ সময় সিনিয়র অ্যাডভোকেট আ: জলিলকে এবছর সেরা প্যানেল আইনজীবি ঘোষনা করা হয়। তাকে সেরা প্যানেল আইনজীবি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।