ই-পেপার

ঝালকাঠির নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 27, 2023

ঝালকাঠির নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনকালে আমির হোসেন আমু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি। “বঙ্গবন্ধু কর্নার” এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব লস্কর হুমায়ুন কবির, সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব কাওছারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন