ই-পেপার

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 27, 2023

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমানে সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের রক্ষা করা খুব বেশি প্রয়োজন। আর এই রক্ষা করার মূল দায়িত্ব জাতি গঠনের প্রধান কারিগর শিক্ষকদের। তাদেরকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে এই অবক্ষয় রোধ করার জন্য পুথিগত বিদ্যার পাশাপাশি মূল শিক্ষা তাদেরকে প্রদান করতে হবে। এর মাধ্যমেই আজকের শিক্ষার্থীরা আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে এই দেশের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব লস্কর হুমায়ুন কবির, সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব কাওছারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক রেজাউল কবির। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০ নং নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরদার নজরুল ইসলাম জাহাঙ্গির। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব লস্কর তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আমির হোসেন আমু ফলোক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবঃ এবং বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন। পরে তিনি এবং বিশেষ অতিথিরা বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।

এছাড়া অনুষ্ঠান চলাকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দান সেবা সংঘের পরিচালনায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন