ই-পেপার

রাজাপুরে বাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 26, 2023


রাজাপুর প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে বাজি ফাটানোর প্রতিবাদ করায় মীর এনজেদ আলী নামের ৮২ বছর বয়সের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে।

উপজেলার গালুয়া ইউনিয়নের পুলিয়াখালি এলাকায় শুত্রুবার (২১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আহত এনজেদ আলী একই এলাকার মৃত মীর কাসেম আলীর ছেলে। এ ঘটনায় এনজেদ আলীর মেয়ে সাফিয়া বেগম বাদী হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার চাঁদ রাত উপলক্ষে ইলিয়াছ মীর (৩০),রেজাউল মীর (১৮), সাকিব মীর (১৮), রিফাত হাওলাদার (১৭), নুর নবী আকন (১৯) সহ কয়েকজন যুবক বাড়ির উঠানে উচ্চ স্বরে কথা বলে বাজি ফাটচ্ছিলেন। এ সময় বৃদ্ধ মীর এনজেদ আলী তাদেরকে বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে ঐ যুবকরা। গালমন্দ করতে নিষেধ করলে মীর এনজেদ আলীকে প্রতিপক্ষরা এলোপাথারি ভাবে মারধর করে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্তল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন আহত অবস্থায় মীর এনজেদ আলীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযোগ পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত ঐ বৃদ্ধ বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন