ই-পেপার

ফসলের মাঠে পড়ে ছিল মানসিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ 

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 26, 2023

আরিফুর রহমান, নলছিটি:

ঝালকাঠির নলছিটিতে স্মৃতি আক্তার (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতীর বাড়ির পাশে একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার (৩৫) পশ্চিম কামদেবপুর গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার মেয়ে। 

পুলিশ জানায়, স্মৃতি আক্তার মায়ের সঙ্গে বাড়িতে থাকতেন। রাতে ঘরের দরজা খুলে মেয়েকে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। বাড়ির পেছনের একটি ফসলের মাঠে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা। সকালে ঘরের দরজা খোলা পেয়ে নিহতের মা মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। দুপুরে ফসলের মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা নিজাম জানান, গরু চড়াতে গিয়ে সকালে সড়কের পাশে মাঠে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথার পেছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে।

নিহতদের ছোট বোন মুক্তা আক্তার বলেন, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্ণালংকার কিনেছি। সেগুলো পাচ্ছি না। তাই বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা স্বর্ণালংকারও নিয়েছে এবং আমার বোনকেও মেরেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন