নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 26, 2023
ঝালকাঠির নলছিটিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা নলছিটি পৌরসভার নাঙ্গুলী তালুকদার বাজার এলাকার কৃষক সেন্টু মিয়ার দশ শতাংশ জমির ধান কেটে দেয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক তাওহিদ বনি।
ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, জমির ধান পেকে গিয়েছে, কিন্তু কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে নলছিটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক তাওহিদ বনির নেতৃত্বে নাঙ্গুলী তালুকদার বাজার এলাকায় যায়। সেখানে কৃষক সেন্টু মিয়ার পরামর্শ অনুযায়ী তাঁর দশ শতাংশ জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি কৃষক সেন্টু মিয়া।
কৃষক সেন্টু মিয়া বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরী লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক তাওহিদ বনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ রয়েছে দেশের সকল জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার। আমরা সেই নির্দেশনা অনুযায়ী ধান কেটে দিয়েছি। এতে কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।