নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 26, 2023
কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ছৈলার চর আশার আলো যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আাজ ২৬ এপ্রিল বুধবার সকালে উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চরে কমিটি গঠন করা হয়।
মোঃ অলিউল্লাহ আহাদকে সভাপতি ও মোঃ সাখাওয়াত হোসেন অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আসাদুজ্জামান নিশাত, শাহীন হাওলাদার, এনায়েত হোসেনকে সহ সভাপতি, কামরুজ্জামান আকন সোহাগ, নুরুল হক বেপারী ও মোস্তাক আহমেদ শামীমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সাংবাদিক মোঃ বাদল হাওলাদারকে ১নং সদস্য ও রাজিব তালুকদারকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সহ ২৮ জনকে সম্পাদক, ৪১ জনকে সদস্য ও ৫৪ জনকে ওয়ার্ড ভিত্তিক সদস্য মনোনিত করা হয়।
সভাপতি মোঃ অলিউল্লাহ আহাদ বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক সদস্যরা যদি সঠিক তথ্য উপস্থাপন করার মাধ্যমে সামাজিক কর্মকান্ডকে ত্বরানিত করে, তবে সমাজ থেকে নানা অনিয়ম দূর হবে। কাঠালিয়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ছৈলার চর ভাসমান পর্যটন কেন্দ্রকে একটি উন্নত ও সমৃদ্ধ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগীতা একান্ত কাম্য।
সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন অপু বলেন, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র ছৈলার চর। এ পর্যটন কেন্দ্র রক্ষার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছৈলার চরকে আকর্ষনীয় করতে ছৈলার চর লেকের পাশে মুক্তিযোদ্ধা ইকোপার্ক তৈরি করেছি। যাতে পর্যটকরা আরও আনন্দ উপভোগ করতে পারে।