ই-পেপার

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 25, 2023

নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদরের নবগ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী( ৮) রুপালি (৬)। দুই বোন ঈদের ছুটিতে মা বাবার সাথে নানাবাড়ি বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়। তাদের নানার নাম শাজাহান মিয়া।

স্বজনরা জানান, আনুমানিক ১২ টার দিকে দুই বোন গোসল করতে নেমে পার্শ্ববর্তী খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় । দুই শিশুর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন