নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 24, 2023
ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। রোববার রাত ১১ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কি কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে ধারণা করা যায়নি ।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের মৃত রফিক হাওলাদারের ছেলে জামাল হাওলাদারের বসতঘের আগুন লাগে। আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু এতে বসত ঘরটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, কি কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি । এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।