ই-পেপার

ঝালকাঠিতে ঈদের জামাত অনুষ্ঠিত, প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 22, 2023

ঝালকাঠিতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭.৩০ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা গাজী মোঃ শহীদুল ইসলাম এতে ইমামতি করেন। এসময় প্রায় তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। একই স্থানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের ২য় জামাত।

এবার ঝালকাঠিতে প্রথম বারের মত নারীরা ঈদের জামাতে অংশগ্রহন করেছেন। প্রধান জামাতের পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ পরেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্ব স্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ঈদগাহ ময়দান ছাড়াও নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ, পুলিশ লাইন, উপজেলা পরিষদ, সহ জেলার তিন শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্নে আদায় করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

JHALAKATHI EID JAMAT 2023

ঝালকাঠিতে ঈদের জামাত অনুষ্ঠিত, প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণ #Eid #eidnamaz #EidUlFitr #EidulFitr23 #eidulfitr2023 #Jhalakathi

Posted by Surjalok on Friday, 21 April 2023

  • ফেইসবুক শেয়ার করুন