নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 21, 2023
ঝালকাঠির রাজাপুরে পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি, লুঙ্গিসহ অর্থ বিতরণ করা হয়েছে। শুত্রুবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার শুক্তাগড় ইউনিয়নে নিজ বাড়িতে দরিদ্র মানুষের মাঝে এ উপহার তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি গিয়াস উদ্দিন খাঁন, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মিলু তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মীর মোস্তফা, রাজাপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোবাশ্বের হোসেন টিটুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মিলন মাহমুদ দেলোয়ার বলেন , জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য ও আমার এলাকার অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন করেছি।