ই-পেপার

ঝালকাঠিতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদবাজার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 20, 2023

ঝালকাঠিতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। ক্রেতারা এ বাজার, ও বাজার ঘুরে কিনছেন, পছন্দের পোশাক। তেমনি বিক্রেতারাও তাদের চাহিদা পূরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

মুসলিম সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসবকে কেন্দ্র করে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টি, ঢাকাপট্টি, মুদিপট্টি ও কুমারপট্টিতে সাজসাজ রব। বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে অনেক রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা। পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগম বেশি। শাড়ি, সিট কাপড়, থ্রিপিসসহ তৈরি পোশাকের দোকানগুলোতে ভিড় লেগেই আছে। পছন্দসই পোশাক সংগ্রহে ব্যস্ত সবাই। সব দোকানেই ভাল বিকিকিনি হচ্ছে। দোকানগুলো সাজানো হয়েছে নানা রঙের আর বাহারী ডিজাইনের শাড়ি, মেয়েদের পোশাক আর ছেলেদের পাঞ্জাবিতে। শিশুদের প্যান্ট-শার্টও বিক্রি হচ্ছে দেদারছে। লুঙ্গি ও গামছার বিক্রিও ভাল।

এবার পণ্যসামগ্রীর দাম আগের বছরের তুলনায় কিছুটা বেশি। যার ফলে মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্তদের কাছে পছন্দের পোশাক অনেকটাই নাগালের বাইরে চলে গেছে। তবে বিক্রেতারা বলছেন বিশ্ববাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে পণ্যসামগ্রী উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, এজন্য দাম কিছুটা বেশি।

এদিকে, ঈদবাজারসহ পুরো শহরের, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাসহ, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে, ব্যাপক কার্যক্রম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। টহলে রয়েছে পুলিশের সদস্যরা। বিশেষ দায়িত্বে রয়েছে নারী পুলিশ। এছাড়া সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরাও কাজ করে যাচ্ছেন।

চাঁদ রাত পর্যন্ত ঈদ বাজারের এই জমজমাট পরিস্থিতি বিদ্যমান থাকবে। ঈদের কেনাকাটা খুব ভালো ভাবেই করতে পারছেন সাধারণ মানুষ, বেচাবিক্রিও ভালো বিক্রেতাদের। সবাই মিলে খুব ভালো ভাবে ঈদ পালন করতে পারবেন এমন প্রত্যাশাই করছেন ক্রেতা বিক্রেতারা।

Eid Bazar Jhalakathi

ঝালকাঠিতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদবাজার….. ?

#Eid #eidbazar #eidshopping #eidshoppingvlog #Eidshopping2023 #Jhalakathi

Posted by Surjalok on Thursday, 20 April 2023

  • ফেইসবুক শেয়ার করুন