নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 20, 2023
ঝালকাঠিতে গরীব ও অসহায় দু:স্থদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজাপুর উপজেলার নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাধিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল আঃ কাইউম মোল্লার নেতৃত্বে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল নাহিদুল ইসলাম সহ একটি সেনাবাহিনীর দল এ খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে সেমাই. চাল, ডাল, তৈল এবং চিনি দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সাহিদ ইকবাল, অনারি ক্যাপ্টেন আব্দুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল, ওয়ারেন্ট অফিসার মো. মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।