ই-পেপার

রাজাপুর ও কাঠালিয়ায় অসহায়-সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 19, 2023

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে অসহায় মানুষের মাঝে এ উপহার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির। ঈদের আগে এমন উপহার পেয়ে অসহায়-সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, আমি সারা জীবন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করে যাবো। রাজাপুর ও কাঠালিয়ার মানুষের পাশে থাকবো। তাদের সেবা করবো এটাই আমার রাজনীতি।

তিনি বলেন, রাজাপুর-কাঠালিয়ার পিছিয়ে পড়া ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন