ই-পেপার

ঘুরে ঘুরে প্রতিদিন ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াস

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 19, 2023

বিকেল হলেই শহরের বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ঝালকাঠির বিভিন্ন স্থানে এবং মাদরাসায় দুস্থ, পথশিশু ও রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই এ কার্যক্রম চলমান রয়েছে।

এসব ইফতার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। একাধিক সুবিধাবঞ্চিত মানুষ ইফতার বক্স পেয়ে বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষ ইচ্ছা করলেও এমন ইফতার কিনে বা নিজেদের ঘরে তৈরি করতে পারবো না। এজন্য এখান থেকে প্রতিদিন খাবার নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে এক সঙ্গে ইফতার করতে পারবো। তাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা বলেন, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করাও মানবতা। আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছর রমজানে পুরো মাস জুড়ে রাস্তায় ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া অব্যাহত রয়েছে ।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি বলেন, ইফতার বিতরণে আমাদের সমাজের বিত্তবানরা সহ নানা স্তরের মানুষ, ইয়াসের উপদেষ্টা ও সদস্যরা অনুদান দিয়ে সহযোগিতা করে আসছে। অনুদানের পরিমান বৃদ্ধি পেলে আমরা এই ইফতার বিতরণের আওতায় প্রতিদিন আরো বেশী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করতে পারবো।

  • ফেইসবুক শেয়ার করুন