ই-পেপার

ঝালকাঠিতে এইচআরপিবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 18, 2023

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, প্রবীণ আইনজীবী আব্দুল জলিল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই, সাবেক সাধারণ সম্পাদক বদরুল মিল্লাত খোকন ও রাফাত সাইফুল্লাহ খান জয়।

এইচআরপিবি’র জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন