ই-পেপার

ঝালকাঠিতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক-সুপারভাইজারদের সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 18, 2023

ঝালকাঠিতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক-সুপার ভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জুয়েল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা শিক্ষা কর্মকতা মো. সিদ্দিকুর রহমান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক শেখ মো. সুরুজ্জামান, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর কর্মসূচী প্রধান মো. মেহেদী হাসান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মিলটন দত্ত।

বক্তারা বলেন,‘ ঝড়েপরা শিশুদের বিদ্যালয়মুখি করতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের প্রতিটি কর্তকর্তা- কর্মচারীরা কাজ করছেন। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সমন্বয় সভায় প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষক ও সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন