ই-পেপার

ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 17, 2023

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। সূর্যোদয়ের সাথে সাথে টাউন হলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়।

সকাল ১১টায় দিবসটি উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার।

সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Mujibnagar Dibosh 2023

ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ

#mujibnagarday #AwamiLeague

Posted by Surjalok on Monday, 17 April 2023

  • ফেইসবুক শেয়ার করুন