নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 15, 2023
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বিশেষ শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠির সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের দুইশ বিশেষ শিক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ বিশেষ শিশুদের জন্য প্রশিক্ষণকেন্দ্র করা হবে।
সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়, ঝালকাঠির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান. পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।