নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 4, 2023
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বিআরটিএ ঝালকাঠির উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতী, বিআরটিএর সহকারি পরিচালক মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা।
বক্তারা বলেন,‘ অদক্ষ্য চালকের কারনে সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে দক্ষ চালকের প্রয়োজন রয়েছে। তাই ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় সকলকে সতর্কতার সাথে কাজ করতে হবে । ঝালকাঠিতে এক দিনে ১৫৪ জন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। এর মধ্য থেকে উত্তির্ণরা একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাবেন।
Driving Licence & Biometric Programme
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ ঝালকাঠির উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন
Posted by Surjalok on Tuesday, 4 April 2023