ই-পেপার

আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 4, 2023

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নলছিটি উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ ও ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: আতিকুর রহমান।

নলছিটি উপজেলার ৪৩ টি স্কুলে ২৫৮ জন শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। প্রতিটি স্কুল থেকে ৬জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব দেয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন