ই-পেপার

প্রতিবন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণকেন্দ্র করা হবে: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 3, 2023

দেশের প্রতিটি জেলায় উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে ঝালকাঠি জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন। প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র করা হবে। ইতোমধ্যে আটটি প্রশিক্ষণকেন্দ্র করা হয়েছে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে এখন প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ হয়ে যেত।’

আমু আরো বলেন, ‘অটিজম শিশু জন্মগ্রহণ করলে মা-বাবাকে বিষয়টি বুঝতে হবে, তাকে সুচিকিৎসা করাতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ করতে হবে। সরকার তাদের পড়ালেখার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও পড়ালেখা করে চাকরি করছে। সরকার তাদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে।

ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ এর প্রাক্তন বিভাগীয় প্রধান শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা।

পরে ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আমির হোসেন আমু।

  • ফেইসবুক শেয়ার করুন