নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 3, 2023
“করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩। অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ১৭ কোটি মানুষের বাংলাদেশ মৎস্য খাতকে উদ্বৃত্ত খাত হিসেবে মাছ রপ্তানি করছে। বর্তমান সরকার নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করে মাছের উৎপাদন বৃদ্ধি করে চলেছেন। তিনি বলেন, ইলিশকে একটি জাতীয় সম্পদ হিসেবে পরিণত করতে পারি। ইলিশকে অর্থকরী সম্পদ হিসেবে ধরে নিতে পারি। আর সেই সম্পদ আহরণ নয়, সংরক্ষণ বৃদ্ধি করা জাতীয় ভাবে আমাদের কর্তব্য। এটাকে অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকার ইলশি সম্পদ উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষনে ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণসহ নানাভাবে সহায়তা করছেন।
আমির হোসেন আমু আরো বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বগূর্পণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম,পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাবেকুন নাহার।
পরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সুগন্ধা নদীর কলেজ খেয়াঘাট এলাকায় বেলুন উড়িয়ে নৌ র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে নৌ র্যালিটি ইকোপার্ক এলাকা ঘুরে কলেজ খেয়াঘাটে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এছাড়া র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সুগন্ধা নদীতে নৌ র্যালি
Posted by Surjalok on Monday, 3 April 2023