ই-পেপার

রাজাপুরে রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 2, 2023

পবিত্র রমজান উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে ৫০০ জন অসহায় দুস্থের মাঝে ইফতার সামগ্রী, ২ জনকে নতুন দুইটি ইজিবাইক ও একটি মসজিদে দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেছে সামাজিক সংগঠন রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

রবিবার বেলা ১১ টায় উপজেলার পুটিয়াখালি আরুয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিফাতউল্লাহ’র নিজ অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছরও ইফতার সামগ্রী সহ অর্থ বিতরণ করা হয়।

স্থানীয় পুঠিয়াখালি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য দেড় লক্ষ টাকা, অসহায় আব্দুর রহমান ও আমির হোসেনকে দুইটি ইজিবাইক এবং ইফতার সামগ্রী জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি বুট, ১ কেজি চিনি , ১ কেজি মুড়ি, ২ লিটার তেল,২ কেজি ডাল ও ১টি করে ট্যাংক মোট ৫০০ জনের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলো সামাজিক সংগঠন রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ মির, বীর মুক্তিযোদ্ধা আজিজ মিরা, মোঃ জামাল, হেমায়েদ হোসেন মির, দবির মির,মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুবিদাভোগী ৫ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন