নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 30, 2023
রমজান মাসে মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে শহরের প্রধান বাজার, আড়ৎদারপট্টি, কালিবাড়িসহ বিভিন্ন স্থানে বাজারদর মনিটরিং করা হয়। এ সময় ক্রেতারা বাজার মনিটরিং কমিটির কাছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। এর পরেও যদি মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়, তাহলে জেল-জরিমানা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি।
বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি।
ঝালকাঠিতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং; দাম বাড়ালে জেল-জরিমানার নির্দেশ
Posted by Surjalok on Thursday, 30 March 2023