নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 29, 2023
ঝালকাঠি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে খাল ও শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সকালে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার শহরের থানার খাল, কামারপট্টি খাল, বালিকা বিদ্যালয় সংলগ্ন খাল ও রোনালসে সড়কের পেছনের খাল পরিস্কার কাজ পরিদর্শন করেন। পর্যায়ক্রমে শহরের সবগুলো খালই পরিস্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, জেলা পরিষদ সদস্য সামছুল ইকরাম পিরু।
পৌর কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা নদীর তীর ঘেঁষা ঝালকাঠি শহরে ছোট-বড় ১১ খাল রয়েছে। এ খালগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বিভিন্ন স্থানে দুর্গন্ধের সৃষ্টি হয়। বর্ষায় জলাবদ্ধা নিরসনে এবং দুর্গন্ধ থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য খালগুলো পরিস্কার করার উদ্যোগ নেন পৌর মেয়র। রমজানে মানুষের দুর্ভোগ লাঘবে খালে পানি সরবরাহ সচল করার জন্য মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ঝালকাঠি শহরে একসময় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলো অনেক খাল। প্রত্যেকটা খালের প্রস্থও ছিলো ১৫/২০ফুট। বেশ কয়েক বছর ধরে খালের পার্শ্ববর্তি বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে তা ভরাট করে ফেলেছে। অনেকে পাকা স্থাপনায় বহুতল ভবন নির্মাণ করেছে। যার ফলে সংকুচিত হয়ে গিয়েছে খালগুলো। সরকার যদি সরকারী খাল উদ্ধারে কোন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা পৌর কর্তৃপক্ষ সবধরনের সহায়তা করবো। তবে পূর্বে নকশা অনুযায়ী খাল খনন করে শহরের পরিবেশ ফিরিয়ে আধুনিক ও আলোকিত ঝালকাঠি গড়ার আহবান জানান তিনি।