নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 24, 2023
ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে সুপার ভাইজারসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাবু মোল্লা(৪০), পিতা-আঃ রাজ্জাক, সাং-বরিশাল, থানা ও জেলা-বরিশাল (ড্রাইভার), সাথী(৩৩), স্বামী-জিয়াউল হক, সাং-বামনা, বরগুনা, ইমু (২০), স্বামী-শুক্কুর, সাং-কাকচিড়া, বরগুনা, মোমেনা(৪৫), স্বামী-আলমগীর, সাং-কাকচিড়া, বরগুনা , তানজিলা(৩১), স্বামী-মনিরুল ইসলাম, দুমকি পটুয়াখালী, অমল দেবনাথ (৫৮), পিতা -কার্তিক দেবনাথ, সাং-পাথরঘাটা বরগুনা, মন্টু হাওলাদার (৫৫), পিতা-আঃ ছত্তার হাং, সাং-রুপাতলী, বরিশাল, শহিদুল খান (৫৭), পিতা-মৃত কোব্বাত আলী খান, সাং-উত্তর পিপলীতা, ঝালকাঠি, (এ্যাডভোকেট), রাহুল(৪০), পিতা-অজ্ঞাত, জাহানারা বেগম (৫৫), স্বামী-মজিবুর, সাং-আমুয়া, নলসিটি ঝালকাঠি, কোবির মোল্লা(৩৫), পিতা- সামসুল হক, সাং-পাথরঘাটা বরগুনা, রিতা দেবনাথ (৩৫), স্বামী-অমল দেবনাথ, সাং- পাথরঘাটা বরগুনা।
আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসাধীন -০৭ জন। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গিয়েছেন ০৩ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে -০২ জনকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। ছাড়ার পর থেকে চালক ও হেলপার সুপরভাইজারদের মধ্যে বাকবিতন্ডা হয় কয়েক দফায়। এ কারনে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি এলে পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়।
রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার ও এক বাস যাত্রী নিহত হন এবং অন্তত ১০/১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষনিক যান চলাচল স্বাভাবিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।