ই-পেপার

রাজাপুরে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 22, 2023


ঝালকাঠির রাজাপুরের নারিকেল বাড়িয়া গ্রামে ইয়ুথ এ্যাকশন সোসাইটির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে নারিকেল বাড়িয়া স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম। বিশেষ অতিথি ছিলেন ইয়াস উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো. ছবির হোসেন ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা।

সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, ইয়াস’র সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি।

সভাপতি আবির হোসেন রানা জানান, প্রকৌশলী ফয়সাল আলম’র সার্বিক সহযোগিতায় ওই এলাকার ৫২ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন