নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 22, 2023
ঝালকাঠিতে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঠিকানা পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে। ঝালকাঠিতে ৪২৩টি পরিবার পেয়েছে এই ঘর। এর মাধ্যমে জেলার নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলায় ঘর বিতরণ উদ্বোধন ও ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার পরপরই ঝালকাঠির সদর উপজেলায় ৮২টি, রাজাপুরে ১৪১টি এবং নলছিটি উপজেলায় ২০০টি ঘর বিতরণ করা হয়। এসময় প্রধানমন্ত্রী জেলার নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
এরপর ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করেন। চাবি পেয়ে ভূমিহীন-গৃহহীনরা নিজের আবাসস্থলে উঠতে শুরু করেছেন। উপহারের জমিসহ ঘর পেয়ে আনন্দিত তাঁরা।
নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
Posted by Surjalok on Wednesday, 22 March 2023