ই-পেপার

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনের জেল জরিমানা 

নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 22, 2023

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে  কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) দুপুরে নলছিটি  উপজেলার মগড় ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা। এসময় নির্বাহী  ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-বরিশাল সিএন্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার  সামসুল আলমের ছেলে মাসুম খান। 

আদালত সুত্রে জানা গেছে, অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আব্দুল হালিমকে ১ বছর কারাদণ্ড ও  ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং মাসুম খানকে ১বছর  কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে এনডিসি অংছিং মারমস  বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২জনকে মোট ১০ লাখ ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন