ই-পেপার

ঝালকাঠির নলছিটি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 19, 2023

মহান স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলা ।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম র‌্যালিতে নেতৃত্ব দেন। নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে চায়না মাঠ গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) লতিফা জান্নাতী, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী প্রমুখ।

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নলছিটি উপজেলায় প্রথম ধাপে ৪০টি, দ্বিতীয় ধাপে ৯৫টি, তৃতীয় ধাপে ৩০২টি এবং ৪র্থ ধাপে ১৪৮টি সহ মোট ৫৮৫টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন