নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 20, 2021
সূর্যালোক নিউজ ♦ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার রাতে মহিলা পরিষদ মিলনায়তনে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবারে চার জনকে ‘সম্মাননা’ দেয়া হয়। তারা হলেন : বীর মুক্তিযোদ্ধা রমা রানী দাস (মুক্তিযুদ্ধ), ইসরাত জাহান সোনালী (নারীউন্নয়ন), হেমায়েত উদ্দিন হিমু (সাংবাদিকতা) ও মোঃ ছবির হোসেন (দারিদ্র্যদূর)। জেলা প্রশাসক মোঃ জোহর আলী সংশ্লিষ্টদের হাতে স্মারক তুলে দেন।
ইয়াস সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি’র সভাপতিত্বে সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার; জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নূরুল আমীন খান সূরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও দফতর সম্পাদক শহিদুল ইসলাম; জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।