নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 25, 2020
সূর্যালোক নিউজ♦মুজিববর্ষ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে ঝালকাঠির ১৪টি যুব সংগঠনকে অনুদান হিসেবে মোট পাঁচ লাখ সত্তর হাজার টাকা প্রদান করা হয়েছে।
ঝালকাঠির ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
জেলা প্রশাসক মো. জোহর আলী সংশ্লিষ্টদের হাতে অনুদানের চেক তুলে দেন। যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. মহসীন ও উপজেলা কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনগুলোকে মৎস্যচাষ, মাশরুম চাষ, নার্সারী, সামাজিক বনায়ন, হাঁস পালন, হস্তশিল্প, স্যানিটেশন, কম্পিউটার প্রশিক্ষণ প্রভৃতি খাতে এ অনুদান দেয়া হয়।