ই-পেপার

ঝালকাঠিতে বাল্যবিবাহ প্রতিরোধে আরডিএফের সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 25, 2020

সূর্যালোক নিউজ ♦বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পে ব্যবহৃত সামাজিক যোগাযোগ উপকরণ বার্তা সমর্থন ও বৈধতাকরণ বিষয়ক সভা হয়েছে ঝালকাঠিতে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর’২০) ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু সালেহ স্বাগত ভাষণ দেন। প্রকল্পে ব্যবহৃত সামাজিক যোগাযোগ উপকরণ বার্তা উপস্থাপন করেন- কমিউনিকেশন স্পেশালিস্ট সেতারায়ে জান্নাত। এ বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত-সুপারিশ গ্রহণ করা হয়। সঞ্চালনায় ছিলেন- প্লান’র জেন্ডার স্পোলিস্ট নাসরিন নাহার।

বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, মিডিয়া প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, শিক্ষর্থী এবং প্লান ইন্টারন্যাশনালের মনিটরিং ও ইভাল্যুয়েশন স্পেলাশিস্ট লাবিবা সামাদ,সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম ও আরডিএফের টিম ম্যানেজার মো. এনামুল হকসহ দুই প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন