ই-পেপার

ঝালকাঠিতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 7, 2020


সূর্যালোক নিউজ♦‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০’ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেকের সঞ্চালনায় নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমীন খান সূরুজ, পৌরসভার কাউন্সিলর তরুন কর্মকার ও হাফিজ আল মাহমুদ; সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘জন্ম নিবন্ধন কাজে সফল’ উদ্যোক্তা শামীমা আক্তার ও নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন