নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 27, 2020
সূর্যালোক নিউজ♦ ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। তথ্যপত্র উপস্থাপন করেন সাংবাদিক পলাশ রায়। এনএসআই’র উপপরিচালক আবদুল কাদের, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি অালোচনায় অংশ নেন।
প্রধান অতিথি রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।