নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 11, 2020
সূর্যালোক নিউজ♦ প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে ‘এসো পাখির বন্ধু হই’ স্লোগানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় বিষখালী নদীর চরকে ‘পাখির অভয়ারণ্য’ ঘোষণা করা হয়েছে।
কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার শুক্রবারে পাখির বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টি কার্যক্রম উদ্বোধন করেন। শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ বিষয়টি দেখভাল করবে।
দক্ষিণ শৌলজালিয়া মৌজায় ১০৩ দশমিক ৩ একর জমি পাখি অভয়ারণ্যের আওতায় থাকবে। সেখানে পাখি শিকার, মাটি কাটা, গাছ কাটা, বালু উত্তোলন, গরু-মহিষ চরানো নিষিদ্ধ করা হয়েছে।