নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 8, 2020
সূর্যালোক নিউজ?ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠককে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রাপ্ত মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা (মাথাপিছু সাত হাজার টাকা) প্রদান করা হয়েছে।
১৪ দলের মুখপাত্র ও সমন্বয়কারী এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি ‘ভার্চুয়ালি সংযুক্ত থেকে’ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী সংশ্লিষ্টদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।