ই-পেপার

ঝালকাঠিতে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে তথ্যকেন্দ্রের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 27, 2019

সূর্যালোক নিউজ :  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে ঝালকাঠিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস’া পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় সদর তথ্যকেন্দ্র মঙ্গলবার বিকালে শহরের পালবাড়ি মনসা মন্দিরে এ বৈঠকের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথিরা হলেন- পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, পৌরসভার মহিলা কাউন্সিলর সীমা আক্তার ও সদর থানার সাব-ইনস্পেক্টর সারোয়ার হোসেন। তথ্যসেবা কর্মকর্তা আইরিন সুলতানা সভাপতিত্ব করেন।

বৈঠকে ডিজিটাল বাংলাদেশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, মহিলাদের ক্ষমতায়ন, সরকারি সেবা, সেবপ্রদানকারী অফিসের সাথে যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে তথ্যসেবা প্রদান, প্রাথমিক স্বাস’্যসেবাসহ ‘তথ্য আপা’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সুবিধাবঞ্চিত ও কম সুযোগপ্রাপ্ত ১৫০ জন মহিলা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন