ই-পেপার

ঝালকাঠিতে বন্ধুসভার শরৎ উৎসব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 12, 2019

সূর্যালোক নিউজ : ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘কাশফুলের ছোঁয়ায় শরৎ দেখা’ উৎসব। প্রথমআলো বন্ধুসভা শুক্রবার বিকালে বিসিক শিল্পনগরীর কাশফুল বনে এ উসবের আয়োজন করে। শুভ্র কাশফুল দেখা ও ফুলের ছোঁয়া নেয়া, নীল আকাশ ও শরৎ প্রকৃতির মোহনীয় রুপ উপভোগ করা এবং শরৎ নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, নাচ, গান এবং ইঞ্জিনচালিত ট্রলারে সুগন্ধা নদী ভ্রমণ উৎসবে অন্তর্ভূক্ত ছিল।

টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিমু এতে প্রধান অতিথি এবং কলতান শিল্পী গোষ্ঠীর পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস ছিলেন বিশেষ অতিথি।

বন্ধুসভার সভাপতি শাকিল রনির সভাপতিত্বে মোঃ আবুবকর, বিথী শর্মা বণিক, ইসরাত সুলতানা নিশি, সাথী আক্তার, সেতু বিশ্বাস, লিজা আক্তার, শ্যামা কর্মকার, কানিজ ফাতেমা প্রমুখ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। বন্ধুসভার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন