নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 28, 2019
সূর্যালোক নিউজ : ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে কালেক্টরেট স্কুলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ডক্টর শামীম আহসান।
সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার।
সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।