নিজস্ব প্রতিবেদক | আপডেট: August 27, 2019
সূর্যালোক নিউজ : ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৭ আগস্ট’১৯) জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন ভিশন : ২০৪১, এসডিজি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ (ব্রান্ডিং), মাদক প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রভৃতি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমাবেশে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা শিক্ষা অফিসার সালেহা খাতুন, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনজু মোল্লা, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ বড়াল, স্কুলের প্রধান শিক্ষক হেপী আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন।
সমাবেশে তৃণমূলে বসবাসকারী বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় একশ জন নারী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।